কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর এলাকার ঢেপা নদীতে গোসল করতে গিয়ে মো. মীম ইসলাম (১৫) ও মো. ইব্রাহীম ইসলাম (১৬) নামে দুই শিক্ষার্থী গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে গেছেন এলাকা বাসি জানান। পরিবার সূত্রে জানা যায়, তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা। নিখোঁজ মো. মীম ইসলাম বীরগঞ্জ উপজেলার দক্ষিন পাল্টাপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। সে ভাদগাঁও শিক্ষা নিকেতনের দশম শ্রেনির ছাত্র এবং মো. ইব্রাহীম ইসলাম কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের উত্তর দীপনগর গ্রামের মো. নজরুল ইসলামের একমাত্র ছেলে। সে দিনাজপুর শহরের নিউটাউন মাদ্রাসার হাফেজ এর ছাত্র।কান্তনগর এলাকার খন্দকার রতন জানান, রোববার বেলা আনুমানিক সাড়ে ১২ টার দিকে কাহারোল উপজেলার দীপনগর গ্রাম থেকে ৬ বন্ধু মিলে কান্তনগর ব্রীজের সংলগ্ন ঢেপা নদীতে গোসল করতে নামে। এর মধ্যে ৩ জন সাঁতার কেটে নদী পাড়ে উঠে যায়। অন্য ৩ জনের মধ্যে ১ জন উঠে আসলেও মীম ও ইব্রাহীম পানির স্রোতে তলিয়ে যায়। তাদের তলিয়ে যেতে দেখে অন্যান্যরা চিৎকার শুরু করলে এলাকার লোকজন এসে নদীতে উদ্ধার কাজ চালায়। তাদের খুঁজে না পেয়ে কাহারোল উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এরপর ফায়ার সার্ভিসের সহযোগিতায় রংপুর থেকে আসা দুই জন ডুবুরীসহ স্থানীয়রা উদ্ধার কাজ অব্যাহত।কাহারোল থানার ওসি মো. ফারুকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মীম ও ইব্রাহীম নামে দুই জন ঢেপা নদীতে গোসল করতে গিয়ে এখনও নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুই জন ডুবুরী তাদের উদ্ধার কাজ চালাচ্ছেন।সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
কাহারোলে ঢেপা নদীতে গোসল করতে গিয়ে মামা-ভাগিনা নিখোঁজ ॥ উদ্ধার কাজ অব্যাহত
by Newseditor
by Newseditor