আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনকে ৭০টি সামরিক যানসহ ৭৩ দশমিক ৫ মিলিয়ন ডলার সহায়তা প্যাকেজ দেবে অস্ট্রেলিয়া। সোমবার (২৬ জুন) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একথা জানিয়েছেন। প্যাকেজের মধ্যে ২৮টি এম১১৩ সাঁজোয়া যান, ১৪টি বিশেষ অপারেশন যান, ২৮টি মাঝারি ট্রাক এবং ১৪টি ট্রেলার অন্তর্ভুক্ত থাকবে।
অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘অস্ট্রেলিয়া রাশিয়ার এমন কাজের নিন্দা ও বিরোধিতা করে। পাশাপাশি ইউক্রেনকে বিজয় অর্জনে সহায়তা করার জন্য আমরা সংকল্পে অটল আছি।’
এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া তার পুনরুদ্ধার এবং বাণিজ্য সুযোগগুলোকে সমর্থন করার জন্য ইউক্রেন থেকে আমদানি করা পণ্যগুলোর জন্য আরও ১২ মাসের শুল্কমুক্ত সুবিধা বাড়িয়ে দেবে।