মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুরে কৃষি প্রনোদণা আওতায় -২০২২-২৩ খরিপ-২ মৌসুমের রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ হাজার ৮০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল ২০ জুন মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১ টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়নের কৃষকদের বিনা মূল্য ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএমপি ও ১০ কেজি এমওপি রাসানিয়ক সার বিতরণ করে।
বীজ ও সার বিতরণ করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস,এম ইমাম রাজী টুলু। মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দিন সেক সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার চৈতন্য পাল ও উপজেলা উদ্ভীদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহম্মেদ।