ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে লাম্পি স্কিন ভাইরাস রোগ প্রতিরোধে খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোবাবার উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণি সম্পদ অফিস মিলনায়তনে ৬০ জন খামারি সমাবেশে অংশ গ্রহণ করেন। ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ প্রাণি সম্পদ বিভাগের ডেপুটি পরিচালক ডাঃ প্রভাত চন্দ্র সাহা। বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহাবুবুল আলম, গৌরিপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হারুনুর রশিদ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।