নিজস্ব প্রতিবেদক
টানা চার কার্যদিবস পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কিছুটা বেড়েছে। একইসঙ্গে দাম কমার থেকে দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। তবে ডিএসইতে লেনদেন কমে ৫০০ কোটি টাকার নিচে চলে এসেছে। এর মাধ্যমে বাজারটিতে দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। তবে লেনদেনের সময় ১০ মিনট পার হতেই একের পর এক প্রতিষ্ঠান দরপতনের তালিকায় নাম লেখায়। এতে আধাঘণ্টার লেনদেনের মাথায় ডিএসইর প্রধান সূচক ১০ পয়েন্ট কমে যায়। অবশ্য বেলা ১১টার পর থেকে বাজারের চিত্র বাদলাতে থাকে। দাম কমার তালিকা থেকে আবার বেশ কিছু প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় ফিরে আসে। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। এতে সবকয়টি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়। একইসঙ্গে বড় হয় দাম বাড়ার তালিকা। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। বিপরীতে ৬২টির দাম কমেছে। আর ১৮৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮২ পয়েন্টে অবস্থান করছে।
সবর্কটি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমে গেছে। বাজারটিতে চলতি বছরের ১৭ এপ্রিলের পর সর্বনিম্ন লেনদেন হয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭২৩ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৫৮ কোটি ২৬ লাখ টাকা। টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৬৩ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালসের ১৯ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সি পার্ল বিচ রিসোর্ট, জেনেক্স ইনফোসিস, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৪টির এবং ১০৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৬২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৫ কোটি ৭৩ লাখ টাকা।