ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ছোট খারদিয়া গ্রামের আলমগীর মাতব্বর হত্যা মামলার প্রধান আসামী কাউসার মাতুব্বরসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়। এর আগে ঢাকার রমনা থানা এলাকা হতে র্যাব-৩ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্য আসামীরা হলেন- সারোয়ার মাতব্বর (৫০), সানু মাতব্বর (৫৩) ও সিরাজুল ইসলাম সিরু (৫০)।
এদিকে আলমগীর মাতুব্বরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে ছোট খারদিয়া গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। নিহতের পরিবার ও কয়েকশত গ্রামবাসী এতে যোগ দেন। এসময় তারা মামলার অন্যান্য আসামীরা জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন।
প্রসঙ্গত, গত ১৩ মে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলার পর কুপিয়ে হত্যা করা হয় আলমগীর মাতুব্বরকে। এ ঘটনায় ৫৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার ৪৫ জন আসামী এরইমধ্যে উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন লাভ করেছে। এখনো ৯ জন আসামী পলাতক রয়েছেন।