শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা : ডুমুরিয়ায় কৃষক কাশেম ইউনাইটেড সীড কোম্পানির হাইব্রিড লাউ গরিমা চাষ করে লাক্ষপতি
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া গ্রামের মৃত্যু কওছার আলী শেখের ছেলে মোঃ আবুল কাশেম আমাদের ডুমুরিয়া খুলনা প্রতিনিধি শেখ মাহতাব হোসেন কে জানান ইউনাইটেডসীড কোম্পানির প্রতিনিধি পলাশ কুমার মল্লিকের পরামর্শ নিয়ে আমারনিজের জমি না থাকায় প্রতিবশী মনি মোল্লারনিকট থেকে ২৫শতক জমি ৬হাজার। টাকা হারী নিয়ে ৩শতপিচ লাউ গাছ লাগিয় ২লক্ষ টাকার ৩মাসে লাউ বিক্রিয় করেছি।
লাউ চাষী কাশেম আরোজানান আমি বিষমুক্ত লাউ চাষ করে সফলতা পেয়েছি।
তার সফলতা দেখেএলাকার অনেক বেকার যুবক লাউসহ অন্যান্য সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
জানাগেছে, ২৫শতক জমিতে লাউচাষ করেছেন। তার লাউক্ষেতে মাচার নিচে ঝুলছে ছোটবড় অনেক লাউ। দেখলে চোখ জুড়িয়ে যায়। লাউয়ের চাষকরতে তারপ্রায় ৪০হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত প্রায় তিনি ২লাখ টাকার লাউ বিক্রি করেছেন।
ঠিকমতো পরিচর্যা করলে আরও লক্ষাধিক টাকার লাউ বিক্রি করা সম্ভব বলে তিনি জানান। বিষমুক্ত লাউ চাষের কারণে বাজারে তার লাউয়ের ব্যাপক চাহিদা রয়েছে।পাশাপাশি তিনি ১০শতক জমিতে বরবটি চাষকরে ১লক্ষ টাকার বরবটি বিক্রিয় করবেন। তার কৃষিক্ষেতে সেসহ ৩ শ্রমিক কাজ করে।
আবুল কাশেম জানান, কমশ্রম, অল্পপুঁজি ও সীমিত জমিতে লাউচাষে অতিরিক্ত ফলন পাওয়া সম্ভব। লাউচাষে তিনি কোনো ধরণের রাসায়নিক সার ও বিষ প্রয়োগ করেননি। আগামীতে আর ও বড় পরিসরে লাউয়ের পাশাপাশি বিষমুক্ত ও নিরাপদ অন্যান্য সবজি চাষ করতে চান তিনি।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার লাউয়ের বাম্পার ফলন হয়েছে। লাউয়ের চাহিদা থাকায় চাষিরা বেশ লাভবান হচ্ছেন।
লাউয়ের মধ্যে বিভিন্ন ধরণের ভিটামিন যেমন- সোডিয়াম, পটাসিয়াম, ভিটামিন সি ও ফাইবার রয়েছে। লাউ সুগার ফ্রি যা ডায়াবেটিস রোগীদের জন্য একটি উপকারী সবজি। লাউয়ে পানি থাকে বিধায় খেলে শরীর ঠাণ্ডা থাকে। লাউচাষ অল্প খরচে অধিকলাভজনক বলে কৃষকরা লাউচাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।