টাঙ্গাইল প্রতিনিধি : আসছে কোরবানির ঈদে হাট কাঁপাতে তৈরি ‘টাঙ্গাইলের বাহাদুর’। নাম শুনলেই মনে হবে এলাকার প্রভাবশালী কোনো ব্যক্তি। কিন্তু এটি আসলে কোনো মানুষের নাম নয়, বিশাল আকৃতির একটি কোরবানির গরু। বাহাদুরের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ৯ ফুট লম্বা। স্কেলে যার ওজন প্রায় ২৫ মণ। মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ টাকা। টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের হুগড়া গ্রামের আইয়ুব খাঁনের খামারের গরু এটি।
দীর্ঘ তিন বছর ধরে নিজের সন্তানের মতো লালন-পালন করে বড় করেছেন তিনি। আদর করে এর নাম দিয়েছেন বাহাদুর। সুঠাম দেহের অধিকারী সুউচ্চ এই গরুটিকে কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিনিয়ত উৎসুক মানুষ বাহাদুরকে দেখতে ভিড় জমাচ্ছেন। আইয়ুব খাঁন এলাকায় প্রশংসিত হয়েছেন সেরা খামারি হিসেবেও।
আইয়ুব খাঁন জানান, গত ৩ বছর ৬ মাস ধরে গরুটিকে প্রতিদিনের রুটিনে ১ কেজি বুট, ৩ কেজি গমের ভূষি, গমের ভাত, ভুট্টা ৪ কেজি, ধানের কুঁড়া ২ কেজি, খৈল ১ কেজি, কাঁচা ঘাসসহ বিভিন্ন ফল-ফলাদি খাইয়ে স্বাস্থ্যসম্মতভাবে লালন-পালন করে নিজ সন্তানের মতো করে বড় করে তুলেছেন তিনি। বড় করতে অনেক টাকা খরচ হয়েছে তার। এবারের কোরবানির হাটে যে সমস্ত গরু উঠবে, তার মধ্যে বাহাদুর এখন সবার সেরা। ইতোমধ্যে বাহাদুরের চারপাশে পাইকার ও গ্রাহকের আনাগোনা শুরু হয়ে গেছে। কিন্তু ৭ লাখ টাকা হলে বিক্রি করে দেবেন গরুটি এমনটাই আশা প্রকাশ করেছেন আইয়ুব খাঁন। ফিজিয়ান প্রজাতির গরুটি অনেক শক্তিশালী। একবার ছুটলে তাকে নিয়ন্ত্রণে আনা কঠিন। সেজন্য খামার থেকে তাকে সহজে বের করা হয় না।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, এ গ্রামের সবাই বাহাদুরকে চেনেন। প্রতিদিন মানুষজন বিশাল এ গরুটি দেখতে আসে। গরুর মালিক অনেক টাকা গরুর পেছনে খরচ করেছেন। গরুটি উপযুক্ত দামে বিক্রি হোক এটা আমরাও চাই।
আইয়ুব খানের কাছে গরুর চিকিৎসা ও জেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার বাহাদুরের সহজে কখনো অসুখ হয়নি। তাই কারো কাছে যাওয়ার দরকারও পড়েনি। আপনারা দোয়া করবেন আমি যেন বাহাদুরকে সটিক দামে বেচতে পারি।