নিজস্ব প্রতিবেদক
গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় মুন্সীগঞ্জের লৌহজংয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ উপলক্ষে শিশু-কিশোর ও কিশোরীদের নিয়ে চিত্রাঙ্কন, কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন প্রাথমিক স্কুলের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়বস্তু ছিলো পুষ্টিকর খাবারের ছবি অঙ্কন। বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতার বিষয় ছিলো শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টির ভূমিকা এবং বিভিন্ন বিষয়ে কুইজ (প্রশ্ন-উত্তর) প্রতিযোগিতা।
পুষ্টি সপ্তাহ কমিটির সদস্য সচিব লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কর্মকর্তা ডা. হাসান জুলকার নাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ইনচার্জ মো. রফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমটি (ইপিআই) এস এম মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য সম্পর্কিত সাপেট কমিটির প্রতিনিধি কাজী মোস্তাফিজুর রহমান ও শিক্ষার্থীদের অভিভাবকগণ।