পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় মিশ্র ফল বাগান ও নার্সারী করে সফল হয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মোঃ বেলাল হোসেন। উপজেলার সিলেমানপুর গ্রামের তরুণ উদ্যোক্তা বেলাল হোসেন ১৫ বিঘা জমিতে উন্নতজাতের ড্রাগন, কুল ও আম চাষ করেছেন। তিনি ৫ বিঘা জমিতে বাউ ড্রাগন-২ ও থাইরেট ড্রাগন সহ ৪ ধরণের ১০ হাজার ড্রাগন চাষ করেছে। তিনি ভরতসুন্দরী কুল সহ বিভিন্ন জাতের কুলের চাষ করেছেন। এছাড়া তিনি মাল্টা, কমলা, আপেল, তিনফল এবং মিয়াজাকি কিং অব দ্যা চা কাপাত, রেড আই ভেরী, বুলু ম্যাংগো, শ্রাবণী, আমেরিকান রেড পাল মার সহ ৩০ প্রজাতির আমের চাষ করেছেন। বর্তমানে প্রতিবছর ২০ লাখ টাকার ফল বিক্রি করছেন কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন। মঙ্গলবার কৃষক বেলাল হোসেনের ফল বাগান পরিদর্শন করেছেন কৃষি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কৃষি সম্পসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক পিপি এসএম মিজান মাহমুদ, মনিটরিং অফিসার ধীমান মজুমদার, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা শাহজান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিন ও এনামুল হক।
পাইকগাছায় মিশ্র ফল বাগান ও নার্সারী করে সফল তরুণ কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন
by Newseditor
by Newseditor