পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে উল্টে দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অর্ধশত আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে মাঝিপাড়া ডাহুক ব্রীজ গুচ্ছগ্রাম এলাকায় স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
জানাযায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রী বোঝাই বাংলাবান্ধাগামী ফোর সিস্টার নামের যাত্রীবাসটি উল্টে ডাহুক ব্রীজ সংলগ্ন গুচ্ছগ্রাম এলাকায় আসলে চাকাপৃষ্ট হলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে উল্টে নিচে পড়ে যায়। বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিল। এঘটনায় প্রায় সকল যাত্রীই আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে ৬ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়। ৩ জন তেঁতুলিয়া হাসপাতালে ভর্তি রয়েছে।
আহতরা হলেন, সদর ইউনিয়নের সাইফুল ইসলাম (৬০), তিরনইহাট ইউপির দৌলতপাড়া এলাকার অপু (২৫), শালবাহান ইউনিয়নের ধারাগছ এলাকার রফিকুল (৪৫), শাপলা (২০), নামাগছের রফিক (৪৫), সর্দারপাড়ার আব্দুল গণি (৫৯), সিপাইপাড়ার তুষার (৪০), ডেমগছ এলাকার হাসিবুল ইসলাম (৪০), বুড়ীমুটকী এলাকার জিতেন রায় (৪৫) ও সলিম (৫৫)। এদের মধ্যে সাইফুল ইসলাম, অপু, রফিকুল, হাসিবুলসহ ৬জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। আঃ গনি, জিতেন ও সলিম ভর্তি রয়েছেন বলে জানা গেছে। আবার অনেকেই হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
আহতরা জানান, আমরা পঞ্চগড় থেকে তেঁতুলিয়ায় আসছিলাম। ডাহুক ব্রীজ পার হলে গুচ্ছগ্রাম স্থানে আসলে সামনে বাতাস ও বিজলী চমকায়। তখনই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আমরা অনেক যাত্রী দূর্ঘটনার শিকার হই। ।
তেঁতুলিয়া হাইওয়ে থানার এসআই ফরহাদ হোসেন বলেন, দুপুরে পঞ্চগড় থেকে একটি যাত্রীবাহী তেঁতুলিয়া আসার পথে চাকা পামচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১২ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি সড়কে হেলেদুলে আসছিল বলে আহত যাত্রীরা জানিয়েছেন। বাসটির চালক গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি। কেউ মারা যাননি সবাই প্রাণে বেঁচে গেছেন।