শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের পাঁচটি গ্রামে সবজি চাষে সুনাম ঘটিয়েছে কৃষকরা।
এখানকার কৃষকের উৎপাদিত সবজি বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। সবজি জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হচ্ছে। এতে করে এই পাঁচটি গ্রাম ইতি মধ্যে জেলা জুরে সবজি চাষের জন্য বিখ্যাত হয়েছে।
জেলার কৃষি সম্প্রসার অধিদপ্তর সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের গুঞ্জরগড়, লস্করা,খারভপলা, চন্ডীপুর,চকহলদি গ্রামের প্রতি বছর আশাতিত উৎপাদন হচ্ছে। গরে প্রতি বছর দেড় হাজার টন সবজি উৎপাদন করছেন এ কয়েক গ্রামের কৃষকেরা। উৎপাদিত সবজি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের হাটবাজারে রপ্তানি হয়।
সোমবার (২২মে) সারেজমিনে গিয়ে দেখা যায়, গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি যেমন: মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বেগুন, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, কাঁকরোল, করলা পটল সহ নানা জাতের সবজি বাণিজ্যিকভাবে আবাদ করছেন কৃষকেরা। গ্রাম গুলো গুরে ললমঘ্য করা যায়। ক্ষেত থেকেই পাইকার এরা সবজি কিনছেন।
গুঞ্জরগড়ের কৃষক শাহিন আলম জানান, কয়েক বছর আগে ২-৩ বিঘা জমিতে ধান আবাদ করতেন, তবে এখন রবি মৌসুমে পুরো জমিতেই সবজি আবাদ করছেন।
একই গ্রামের কৃষক জাহাঙ্গীর জানান, ধান চাষে চেয়ে সবজি লাভজনক, এক বছরে এক বছরে মৌসুমিভিত্তিক নানা সবজি চাষ করছি, প্রতি বিঘা জমি থেকে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা লাভ করতে পারছি।
পার্শ্ববর্তী চন্ডিপুর গ্রামের কৃষক রাব্বানী ইসলাম বলেন, এক সময় শুধু বোরো ধান, আমন ধান, চাষ করতাম। কয়েক বছর ধরে অন্য ফসলের চাষাবাদ কমিয়ে সবজি চাষের বুঝেছি ঝুকেছি। এবার সবজি ফলন ভালো হয়েছে, তবে শুরুতে কিছুটা বাড়তি দাম পেলেও এখন বাজারদর কিছুটা কমে গেছে।
বাগেরহাট আরতের স্থায়ী স্থানীয় ব্যবসায়ী সোহেল মিয়া জানান, প্রতিদিন এই পাঁচ গ্রামের উৎপাদিত সবজি পার্শ্ববতী গড়েয়া বাজারের আরোতে পাইকারিভাবে বেচাকেনা হয়। বিকেলে পর থেকে ট্রাকে সবজি লোড করা হচ্ছে। রাতে এসব সবজি ট্রাকে করে করেই সরাসরি রাজধানী ঢাকা আরোতে পৌঁছে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর জেলা মোট ৩ হাজার ১৮০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবি সিরাজুল বলেন, সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের উল্লেখিত পাঁচটি গ্রাম কৃষিতে সমৃদ্ধ। এখান কার কৃষকেরা বিগত কয়েক বছর থেকে সবজির ন্যার্য্য মূল্য পাচ্ছেন। এ কারণে সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন তারা, এখানকার কৃষকদের দেখে অন্য কৃষকেরাও সমন্বিত কৃষকের আগ্রহী হবে প্রত্যাশা করছি।