ক্রীড়া ডেস্ক
ম্যাচের আগেই এলো দুঃসংবাদটি। দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে জুভেন্টাসের। ফলে সিরিআর পয়েন্ট তালিকায় দুই থেকে একদম সাতে নেমে গেছে ক্লাবটি। এমন দুঃসংবাদ মাথায় নিয়ে নিজেদের মেলে ধরতে পারলেন না লুকাতেল্লি-র্যাবিওট-ভ্লাহোভিচরা। নিচের সারির দল এম্পোলির মাঠে খেলতে গিয়ে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হলো তুরিনের ক্লাবটি। ম্যাচের ২১ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল জুভরা। অথচ বল দখল থেকে শুরু করে আক্রমণেও প্রাধান্য ছিল অতিথিদের। কিন্তু গোছানো ফুটবল খেলতে পারেনি।
১৭ মিনিটের মাথায় প্রথম ভুল করে জুভেন্টাস। কামবিয়াঘিকে বক্সের মধ্যে ফেলে দেন মিলিক। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কাপোতু গোল করে এগিয়ে নেন এম্পোলিকে। দুর্বল ডিফেন্ডিং কাজে লাগিয়ে ২১ মিনিটে ক্লোজ রেঞ্জ থেকে ব্যবধান দ্বিগুণ করেন লোপার্তো।
বিরতির পরপরই (৪৭ মিনিটে) আকপা-আকপ্রোর অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন কাপোতু। ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়া জুভেন্টাস কূল কিনারা খুঁজে পাচ্ছিল না। অবশেষে ৮৫ মিনিটে র্যাবিওটের অ্যাসিস্ট থেকে একটি গোল শোধ করেন সেইসা। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জুভদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন পিক্কোলি। কাছের পোস্ট দিয়ে জালে জড়ান এ স্ট্রাইকার। ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে ষোলো নম্বর থেকে ১৪তে উঠে এসেছে এম্পোলি।