পবন রায়, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
ঈদের দিন এবং পরের দু’দিন দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় ভাসুবিহার ও বিউটি পার্ক। ঈদের বাড়তি আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজনদের নিয়ে এসব বিনোদন কেন্দ্রে এই তিন দিন দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্য করার মত।
সরেজমিনে দেখা গেছে, ঈদের দিন দুপুরে দর্শনার্থীদের সমাগম কম হলেও বিকালে মহাস্থানগড়ের মানকালি, জিয়ৎকুন্ড ও জাদুঘরের সামনে দর্শনার্থীদের ছিল উপচেপড়া ভিড়। হাজার হাজার দর্শনার্থীরা মহাস্থানগড় জাহাজঘাটি নামক স্থানে ভিড় করছে। বিশেষ করে ঈদের দিন ও এর পরের দিন দর্শকদের পদচারণায় মহাস্থানগড় জাদুঘর প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। এসব বিনোদন কেন্দ্রে এবার আবহাওয়া অনুকূলে থাকায় গত শনিবার ও রবিবার বিকালে অপূর্ব মায়াভরা সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে দর্শনার্থীদেরকে মুগ্ধ করে তুলছে। সবচেয়ে মহাস্থানগড়ের বৈরাগী ভিটা স্থানটি দর্শনার্থীদের কাছে বেশি গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। বৈশাখের খড়া মাসে অসহনীয় গরম থাকার কথা হলেও বিকালে ছিল স্বস্তির হাওয়া।
স্থানীয়রা বলছেন, বর্তমানে মহাস্থানগড় জাদুঘর স্থানটি দিন দিন ভ্রমণপিপাসুদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন বিকালে মুক্ত হাওয়ায় আড্ডা দিতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় থাকছে। ঈদসহ বিশেষ বিশেষ দিনে দর্শনার্থীদের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। মহাস্থানগড় দার্শনিক এলাকা যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন করে দর্শনার্থীরা এখানে আসছেন। কেউ পরিবার-পরিজন, কেউ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন নিয়ে এখানে বেড়াতে এসেছেন। প্রাচীন ইটের বেস্টুনে বসে বিকালে তরুণ-তরুণীদের আড্ডা গান বাজনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আর এই আনন্দঘন মুহুর্তকে স্মৃতিচারণ করে রাখতে অনেককেই মোবাইল ফোনের মাধ্যমে সেলফি তুলতে দেখা যায়। এদিকে জাদুঘরের পাশে করতোয়া নদী সংলগ্ন নতুন মনোরম স্থানে অনেকেই মনের আনন্দে ঘুরছেন ও বসে বসে সময় কাটাচ্ছেন। মহাস্থান জাদুঘর কর্তৃপক্ষ জানান, ঈদের পর থেকে দর্শনার্থীদের ভিড় বেশি ছিল। সন্ধ্যার পরও ভির ছিল লক্ষ্য করার মত। পর্যটকদের নিরাপত্তায় সার্বিক পরিস্থিতি ছিল তাদের নিয়ন্ত্রণে বলে তিনি জানান।
এছাড়াও উপজেলার প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা বিউটি পার্ক এন্ড রিসোর্টে এবার ঈদে প্রাণের মেলা পরিলক্ষিত হয়েছে। ঈদের দিন ও ঈদের ২য় দিনে প্রায় ৩০ হাজার পর্যটকদের পদচারণায় মুখরিত হয়েছে এ পার্কটি। বগুড়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলার গুজিয়া বন্দরের পার্শ্বে মাঝপাড়া গ্রামে বিউটি পার্ক এন্ড রিসোর্টটি গড়ে উঠেছে। ২০১৯ সালের ডিসেম্বরে পার্কটি চালু হলেও বর্তমানে এ পার্কটির সৌন্দর্যে ইতোমধ্যে পর্যটক ও শিশুদের মেধা বিকাশের মাধ্যম হিসাবে আত্মপ্রকাশ করেছে। এ পার্কের মনোরম পরিবেশ, কারুকার্য ও প্রকৃতির সবুজ ছায়াঘেরা পরিবেশে কিছুটা সময়ের জন্য খুঁজে পাওয়া যায় নির্মল আনন্দ। মাইক্রোবাস, মোটর সাইকেল, প্রাইভেটকার, সিএনজিসহ প্রায় সকল পরিবহনেই আসা যায় এ পার্কটিতে। পার্কটিতে শিশুদের বিনোদনের জন্য রয়েছে ট্রেন, মিনি চিড়িয়াখানা, মাছপুকুর, পাড়ারের ঝর্ণা, ডিজে ঝর্ণা ও সুইমিংপুলসহ বিভিন্ন ধরণের রাইড।
পার্কটির প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম বলেন, পার্কটির সৌন্দর্য বৃদ্ধি ও সম্প্রসারণের কাজ করে যাচ্ছি। এবারে পার্কে ব্যাপক পর্যটকের আগমন ঘটছে। দুইদিনে প্রায় ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে। পার্কটি আগত বিনোদনপ্রেমীদের মনে জায়গা করে নিতে পারলেই আমার প্রচেষ্টা সফল হবে।