নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরের ঈদযাত্রায় ছুটির প্রথম দিনে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মোটরসাইকেল যাত্রীদের ঢল নেমেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। ঈদের ছুটি শুরু হওয়ায় কেউ নিজস্ব গাড়ি, বাস কিংবা মোটরসাইকেলে ছুটছেন গ্রামের বাড়ি। তবে পদ্মা সেতু দিয়ে ২০ এপ্রিলের আগে চলাচলের অনুমতি না থাকায় ফেরিঘাটে যেতে হচ্ছে মোটরসাইকেল নিয়ে। ফলে ছুটির প্রথম দিনেই মোটরসাইকেলের উপচেপড়া ঢল দেখা গেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে।
গতকাল বুধবার সকাল থেকেই শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাটে জড়ো হতে থাকেন মোটরসাইকেল আরোহীরা। ভোর ৬টা থেকে শিমুলিয়া থেকে মাঝিকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতেই মোটরসাইকেল ও যাত্রীদের উপস্থিতি পরিপূর্ণ দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র রোদের তাপে ঘাটে থাকা মোটরসাইকেল আরোহীরা ভোগান্তিতে পড়েন।
একাধিক যাত্রীর সাথে কথা বলে জানা যায়, আগামীকাল (আজ বৃহস্পতিবার) থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালু হবে। তবে, ছুটি শুরু হওয়ায় ভোগান্তি এড়াতে আজ (গতকাল বুধবার) থেকেই বাড়িতে ছুটছেন তারা। এদিকে সকাল থেকে প্রচুর মোটরসাইকেলের চাপ থাকায় পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায় শত শত মোটরসাইকেল ও যাত্রী।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে দুটি ফেরি দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। ঈদের ছুটি শুরু হওয়ায় চাপ বেশি।
শিমুলিয়ায় চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য ভিআইপি ফেরিঘাট (৪নং) ব্যবহার করা হচ্ছে। মোটরসাইকেল পারাপারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।