নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে ফেরি কলমিলতা দক্ষিণ ও পশ্চিম ২১ জেলার ১৬৯টি মোটরসাইকেল নিয়ে মুন্সীগঞ্জের লৌহজং মাওয়া-শিমুলিয়া থেকে শরিয়তপুরের মাঝিরকান্দি নৌরুটে ফেরিতে পারাপার শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। প্রতি মোটরসাইকেলের ভাড়া নির্দিষ্ট করা হয়েছে ১৫০ টাকা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে মিডিয়াম ফেরি কুঞ্জলতা ও কে টাইপ ফেরি কলমিলতা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। দুটি ফেরি তিন ঘন্টা পরপর ছাড়বে। তবে চাপ বাড়লে ফেরি সংখ্যা বাড়ানো হবে।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রচুর মানুষ এ রুট দিয়ে বাড়ি ফিরবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরিতে মোটরসাইকেল পারাপার অব্যাহত থাকবে। শিমুলিয়ায় মোট চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারে ভিআইপি ফেরিঘাট (৪ নম্বর) ব্যবহার করা হবে। এছাড়া ৫টি লঞ্চ চলাচল করবে বলে সিদ্ধান্ত হয়েছে।