নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় দিনে-রাতে সমান তালে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন। তবে কর্তৃপক্ষ বলছেন, চাহিদার চেয়ে প্রাপ্তি কম। প্রাপ্তকৃত বিদ্যুৎ সমান ভাগে দেয়া হচ্ছে। লোডশেডিংয়ের প্রভাবে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান কাজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। পবিত্র রমজান মাস চলছে। সেই সাথে বৈশাখের প্রচন্ড রোদে জনজীবনে নেমে এসেছে দূর্ভোগ। সারা দেশেই চলছে প্রচন্ড তাপদাহ। বতর্মান তাপমাত্রা হচ্ছে প্রায় ৩৮, ৪০ ডিগ্রীর কাছাকাছি তবে। প্রকৃত অনুভব ৪২ ডিগ্রি। এই প্রচন্ড গরমে মানুষ বাড়িতে একটু ফ্যানের বাতাস দিয়ে শরীর জুড়াবে তা আর হয়ে ওঠেনা।
লৌহজং পল্লী বিদ্যুতের গ্রাহকেরা জানান, একদিকে বিদ্যুৎ নেই, অন্যদিকে অত্যাধিক গরমের কারণে তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ছাত্রছাত্রীদের লেখাপড়ায়ও বিঘ্ন ঘটছে।
অভিভাবকেরা বলছেন, অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে রাতে ঘুম না হওয়ায় দিনের বেলায়ও এর প্রভাব পড়ছে। এছাড়া নবজাতক ও রোগীরাও লোডশেডিংয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন।
লৌহজং বেজগাঁওয়ের বাসিন্দা মো. সেন্টু শেখ বলেন, “বেশ গরমের মধ্যেও দিনে চার-পাঁচবার বিদ্যুৎ চলে যায়। একদিকে গরম, একই সঙ্গে মশার উপদ্রব দেখা যায়।
বেজগাঁও ছত্রিশ গ্রামের গৃহিনী মাহমুদা আক্তার বলেন, “দু’দিন ধরে একদম অসহ্য হয়ে যাচ্ছি লোডশেডিংয়ে। একে তো অনেক গরম, তার উপরে এতবার বিদ্যুৎ চলে যাচ্ছে, যেটা বলার না। রাত ১২টার পরে সকাল পর্যন্ত তিনবার লোডশেডিং হল। আমরা মধ্যবিত্তরা আইপিএস বা জেনারেটর চালানোর মতো অবস্থায় নেই। চার্জার ফ্যান, লাইট যে কিনব, সবকিছুর দাম এত বেশি সংসার চালাতেই হিমশিম খাচ্ছি। এগুলোর জন্য আলাদা বাজেট করার মতো অবস্থা নেই।”
লৌহজং ঘৌড়দৌর বাজারের একাধিক ব্যবসায়ীও বিদ্যুৎ না থাকায় ক্রেতা সংকটে ক্ষতির মুখে পড়েছেন। করোনা পরবর্তী সময়ে বৈশ্বিক নানা সংকটের মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাগড়া দিচ্ছে লোডশেডিং। ছুটির দিনেও বিদ্যুৎ না থাকায় অন্ধকারে অলস সময় পার করছেন তারা।
ব্যবসায়ীদের অভিযোগ, দিনে-রাতে গড়ে এক ঘণ্টা করে ৪-৫ বার হচ্ছে লোডশেডিং। সন্ধ্যায় পর অতিরিক্ত লোডশেডিং হওয়ায় ক্রেতা আসছেন না। বেচাকেনা একেবারেই কম।
লৌহজং উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নিশীথ কুমারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণ জানতে চাইলে তিনি জানান, আমরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছিনা। আমাদের উপজেলা ফিডারে দৈনিক চাহিদা রয়েছে সাড়ে ১৩ মেগাওয়াট। কিন্তু আমরা গতকাল পেয়েছি সাড়ে চার, আজও পেয়েছি ছয় মেগাওয়াটের মতো। চাহিদার চেয়ে কম বিদ্যুৎ পেয়ে আমাদের বিভিন্ন ফিডারে ভাগ করে বিদ্যুৎ দিচ্ছি। প্রতি ফিডারে এক ঘন্টা করে লোডশেডিং দিতে হচ্ছে। কবে নাগাদ এমন পরিস্থিতি শেষ হবে জানতে চাইলে তিনি জানান, এটা জাতীয় গ্রিডের সমস্যা। উৎপাদন কম, কিন্তু চাহিদা বেশি।