ক্রীড়া ডেস্ক
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই সফরের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আজ সোমবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল বাংলাদেশ দল দ্বীপরাষ্ট্রটিতে পা রাখবে। এরপর ২৭ এপ্রিল শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে পঞ্চাশ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৯ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ। বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ২ ও ৪ মে। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে কলম্বোর পি সারা ওভালে।
কলম্বোর আরেক ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাবে হবে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ। ৯ মে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১২ মে। এর প্রস্তুতির অংশ হিসেবে ৭ মে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে ২০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।