শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সাথে ঝিনাইদহ সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ঝিনাইদহে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতে এ সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রেখে ঝিনাইদহে উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে বেগবান করতে কাজ করতে চাই। আর জঙ্গীবদ, মাদক, কিশোর গ্যাঙ, আত্মহত্যা, বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই মিলে একতাবদ্ধ হতে হবে। আমি ও আমার জেলা প্রশাসনের টিম রাত দিন যেকোনো সময় যে কোনো দুর্বিপাকে ঝিনাইদহের নাগরিকদের পাশে দাঁড়াবো।
সভায় আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলার জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি এম, এ কবির, সাধারণ সম্পাদক শহিদুর রহমান সন্টু, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক শেখ সেলিমসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্টিয়ার সাংবাদিকবৃন্দ।