শরীয়তপুর প্রতিনিধি
স্বাধীনতা ও দেশমাতৃকার বিরুদ্ধে দৈনিক প্রথম আলো পত্রিকায় ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশনের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। গত রবিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন শরীয়তপুর-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।
শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এম জাহাঙ্গীরের নেতৃত্বে মানববন্ধনে রথীন্দ্র স্মৃতিপরিষদ, সামীনা ত্রিমুখী সঙ্গীত একাডেমি, শরীয়তপুর সঙ্গীতায়ন, শরীয়তপুর সাংস্কৃতিক একাডেমি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ শরীয়তপুর জেলা শাখা, জাতীয় সাহিত্য ফাউন্ডেশন, শরীয়তপুর জেলা শাখা ও শরীয়তপুর অংকুর থিয়েটারের শতাধিক সাংস্কৃতিককর্মী অংশ গ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচীতে শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এম জাহাঙ্গীর বলেন, গণতন্ত্রের বিকাশে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন কোন ভাবেই স্বাধীন সাংবাদিকতা হতে পারে না। বরং এটি নীতিভ্রষ্টতা, অনৈতিকতা, অপসাংবাদিকতা ও অপরাধমূলক। মহান স্বাধীনতার মাসে দৈনিক প্রথম আলোয় যেভাবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করে রাষ্ট্র এবং স্বাধীনতাকে কটাক্ষ করেছে তা অত্যন্ত হীন মনোভাবের প্রকাশ। এই সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রথম আলো পত্রিকাটি সাংবাদ মাধ্যমের নীতিমালার পরিপন্থী ও অপরাধমূলক কাজ করেছেন। শরীয়তপুর সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে আমরা এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করছি।