ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। এখানকার কৃষকরা লাভ বা লোকসানের কথা চিন্তা করেন না। কৃষির প্রতি ভালোবাসা থেকে প্রতিবারই ইরি ও বোরো ধানের চাষ করে থাকেন। বর্তমানে কৃষকের রোপন করা বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনায় লাভের স্বপ্ন দেখছেন চাষিরা।
জানা যায়, ডুমুরিয়ার কৃষকরা শত বাঁধা পেরিয়ে নিবিড় পরিচর্যায়, সঠিক সময়ে সার ও কীটনাশক প্রয়োগ করে বোরো ধানের চাষ করেছেন। এখন মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের সূত্র মতে, এবছর এই উপজেলার ১৪টি ইউনিয়নে ১৯ হাজার ৯৫০ হেক্টর জমিতে ইরি-বোরো আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২০ হাজার ১৩৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। বেশি চাষের পাশাপাশি বেশিউৎপাদনেরও ধারণা করা হচ্ছে। স্থানীয় কৃষকরা বলেন, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষ করায় চাষিরা গত বছরের তুলনায় এবছর বেশি জমিতে চাষ করেছেন। বৈশাখ মাসে সোনালি ধানের শিষে ঝলমল করবে মাঠ। সেই মাসের মাঝামাঝি সময়ে ধান কেটে মাড়াই শুরু করবেন। সোনালী এই ফসল ঘরে তুলতে অধীর আগ্রহে কৃষকরা অপেক্ষা করছেন। ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রামের বোরো ধান চাষীশেখ লুৎফর রহমান বলেন আমাদের টিপনা ব্লকে ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিসার সার্বিক সময় ধানের খোজ খবর নিচ্ছেন।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, আবহাওয়া অনুকূলে ও ধান গাছের কোনো রোগবালাই না হওয়ায় বাম্পার ফলনের আশা করছি। চলতি বছর এই উপজেলায় চাষাবাদের লক্ষ্যমাত্রা থেকে প্রায় ২০ হাজার ১ শত ৩৫হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছি। আশা করছি চাষের লক্ষ্যমাত্রার মতো উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়া যাবে।