কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা ও সাধারণ সম্পাদক ডিএম হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৭টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটির নির্বাচিতরা হলেন আমাদী ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহবায়ক লাভলু গাজী ও সদস্য সচিব দেলোয়ার মোড়ল। বাগালী ইউনিয়নের ৪১ বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব ফেরদাউস ইসলাম।
মহেশ্বরীপুর ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহসিন আলম ও সদস্য সচিব আঃ জলিল। মহারাজপুর ইউনিয়নের ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইয়াছিন আলী ও সদস্য সচিব শহিদুল ইসলাম মালী। কয়রা সদর ইউনিয়নের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাসুম বিল্লাহ ও সদস্য সচিব আনিছুর রহমান। উত্তর বেদকাশি ইউনিয়নের ২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক রুস্তম আলী গাজী ও আনিসুজ্জামান। দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট অহ্বায়ক কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম মিটু, সদস্য সচিব মাসুদুর রহমান। নব গঠিত সাত ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।