আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সার হাট সন্ধ্যা নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে চট জাল ও বের জাল দিয়ে গলদা চিংড়ি ধরার অপরাধে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গত বৃহস্পতিবার সকালে উপজেলার পয়সারহাট সন্ধ্যা নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে চট জাল ও বের জাল দিয়ে গলদা চিংড়ি মাছ ধরার অপরাধে রাজাপুর গ্রামের মৃত সন্তোষ রায়ের ছেলে রামানন্দ রায়কে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। এসময় তার কাছ থেকে গলদা চিংড়িসহ ৮ কেজি মাছ জব্দ করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে জব্দকৃত মাছ উপজেলার পূর্বসুজনকাঠি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানা ও গৈলা আল ফারুক এতিমখানায় দেয়া হয়।