বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্থান্তর উপলক্ষে প্রেসব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন। গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রী কর্তৃক আগামীকাল ২২ মার্চ দেশব্যাপী একযোগে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন। এই উপলক্ষে ওইদিন বদলগাছী উপজেলায় নির্মিত এবং নির্মিতব্য ১শতটি ভূমিহীন পরিবারের মাঝে ২ শতক জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় ২ লক্ষ ৮৪ হাজার টাকা।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মইনুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক হাফিজার রহমান, সাংবাদিক আবু জার গিফারী, মশিউর রহমান, মোসাদ্দেক হোসেন, আবু রায়হান প্রমুখ।