সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
সুবর্ণচর উপজেলায় ১৭ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জন্মদিনটি ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন উপলক্ষে সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। গত শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হলরুমে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ মহীউদ্দীন এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন চর জব্বার থানার অফিসার ইনচার্জ বাবু দেবপ্রিয় দাস, উপজেলা মুক্তিযোদ্ধা আবদুল মোবারক, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাবু লিটন চন্দ্র দাস। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রয় চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বন কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেনের সহযোগিতায় প্রাণিসম্পদ কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ১০৩টি বৃক্ষ রোপণ করেন।