নিজস্ব প্রতিবেদক
“নিরাপদ জ্বালানী, ভোক্তাবান্ধব পৃথিবী” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্যাবের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামান। সঞ্চালনা করেন উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাছিমা আক্তার, টঙ্গীবাড়ী থানা সাব-ইন্সপেক্টর মোঃ লিয়াকত হোসন, টঙ্গীবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফিরোজ আলম বিপ্লব, ক্যাব সদস্য সুমন চোকদার, নারায়ণ চৌধুরী টিটু। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, একাডেমী সুপার মোঃ হান্নান, সহকারী প্রোগ্রামার জাকিয়া সুলতানা, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোশারফ হোসেন, ক্যাব সদস্য সামসুদ্দিন তুহিন, হুসাইন হাওলাদার, শাহাদাৎ হোসেন, মনির হোসেন, আরিফ প্রমুখ।