নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গ্রীস প্রবাসী জালাল মিয়ার (৫৫) লাশ ফিরে পেয়েছে তার পরিবার। গতকাল রবিবার সকালে শিলিমপুর মসজিদে জানাজা শেষে স্থানীয় জান্নাতুল বাকী কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন হয়। সে ওই গ্রামের শফিউদ্দিন শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দা শাহিনুর বেগম জানান, গ্রীসে হৃদরোগে আক্রান্ত হয়ে জালাল মিয়ার মৃত্যু হয়। গ্রীস থেকে আসা কফিনের গায়ে সাঁটানো স্টিকার রদবদলের কারণে জালাল মিয়ার মরদেহ সুনামগঞ্জে চলে যায়। সেখান থেকে ঢাকা বিমানবন্দরে পুনরায় জালালের মরদেহ পাঠানো হয়। পরে গত শনিবার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিমানবন্দরে গেলে সেখান বিমানবন্দর কর্তৃপক্ষ জালালের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করে। জালাল মিয়া দীর্ঘ ২২ বছর যাবৎ সুদূর গ্রীসে গার্মেন্টসে কাজ করতেন। গত ৬ বছর আগে জন্মভূমি থেকে ছুটি কাটিয়ে আবার বিদেশের মাটিতে চলে যান। মৃত্যুকালে জালাল মিয়া স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।