নিজস্ব প্রতিবেদক
‘ক্রীড়া শক্তি, ক্রীড়া বল, নেশা ছেড়ে খেলতে চল’ -এ প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা চত্বর মাঠে গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টায় লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু কাপ মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী দল লৌহজং উপজেলা প্রশাসন ও খিদিরপাড়া মো. আব্দুল্লাহ আল ওরাসি স্মৃতি সংঘ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ এবং সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আউয়াল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তপন।
জানা যায় যে, লৌহজং উপজেলা থেকে সর্বমোট ২৪টি টীম এ খেলায় অংশগ্রহণ করবে এবং প্রতিটি দলের সাথে একটি করে খেলা হবে। প্রতিটি দলে ৬ জন করে খেলায় অংশগ্রহণ করবে। প্রথম দিনের খেলায় নির্দিষ্ট সময়ে ০-০ গোলে ড্র হয়। পরে ট্রাইব্যাকারে ২-১ গোলে খিদিরপাড়া মো. আব্দুল্লাহ আল ওরাসি স্মৃতি সংঘ জয়ী হয়। খেলোয়ারদের তালিকায় ছিলেন মো. আল আমিন, মামুন তালুকদার, নয়ন শেখসহ মোট ৯ জন। উপজেলা প্রশাসনের খেলোয়ারদের তালিকায় ছিলেন মো. আব্দুল আউয়াল, মো. শরিফুল ইসলাম, শ্যামল চন্দ্র দত্তসহ মোট ৯ জন।