নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা পাড়ে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপি চলচ্চিত্র উৎসব। অবারিত বাংলা নামের (আর্থ-সামাজিক) সংগঠন লৌহজংয়ের শিমুলিয়ায় কেন্দ্রীয় কার্যালয়ে এই উৎসবের আয়োজন করে।
অবারিত বাংলার নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নান জানান, উৎসবে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা ও ভাষার উপর ভিত্তি করে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো হচ্ছে- যুদ্ধ জয়ের কিশোর নায়ক, মিরাক্কেল ইন হ্যাভেন ও শিকল ভাঙার গান। চলচ্চিত্র প্রদর্শনের পর পরিবেশিত হবে দেশাত্ববোধক গান। এ উৎসবের উদ্বোধন করবেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। তিনি আরও জানান, একসময় বিক্রমপুর ছিলো শিক্ষা, সংস্কৃতি ও কৃষ্টিতে ভরপুর। মুন্সীগঞ্জবাসী এগুলো থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। তাই আমরা মনে করি, পিছিয়ে পড়া সংস্কৃতিকে উদ্ধার করে বিক্রমপুরে এর চর্চা বাড়াতে হবে।