মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীতে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য সামাজিক সমস্যা প্রতিরোধ করে বই পড়া, সুষম খাদ্য গ্রহণ ইত্যাদি বিষয়ের প্রতি আগ্রহ তৈরী ও শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে সামাজিক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি ডাঃ মোঃ শাহজাহান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
জেলা প্রশাসক বলেন, স্কুলের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা জীবন গঠনে অভিভাবকদের সচেতনতা অতীব জরুরী। ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে অভিভাবক এবং এলাকাবাসীকে সচেতন হতে হবে। এসকল অপরাধে যারা জড়িত হবে তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে তোমাদের। বাংলাদেশে বাল্যবিবাহ একটি মারাত্মক সমস্যা। তোমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ও আমাদেরকে তথ্য দিয়ে বাল্যবিবাহ বন্ধে সহায়তা করতে হবে। ঠিক তেমনই ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এটা প্রতিহত করতে হলে তোমাদের মত শিক্ষার্থীদের সচেতন হতে হবে, তোমরা যদি সচেতন হও তবে ইভটিজিং বন্ধ করা সম্ভব।
তিনি আরো বলেন, মাদক সেবনে মানুষের মস্তিস্কের বিকৃতি ঘটায়। মাদক সেবনে স্বাভাবিক কাজ কর্ম থেকে বিরত রেখে কু-কর্ম করার উৎসাহ যোগায়। মাদকসেবীরা স্বাভাবিক মানুষের মত চলাফেরা করতে পারে না। তাই তোমাদের এই মাদক থেকে সবসময় দূরে থাকতে হবে।
এসময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শ্যামল মিত্র, একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান শরিফ মাহমুদ খান বাহালুল, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে সমাজের সকল প্রকার অপরাধের বিরুদ্ধে অবস্থান করার অঙ্গীকার করে শপথ নেয় শিক্ষার্থীরা।
সেমিনার শেষে বিদ্যালয় কমিটির উদ্যোগে বিদ্যালয়ের একটি কক্ষে সততা স্টোরের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এরপর উপজেলার সুকুন্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কৃষক সমাবেশে অংশগ্রহণ ও কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন জেলা প্রশাসক। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সুবিধাভোগীদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন আইজিএ প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাড়া প্রদান করেন তিনি।