সিরাজগঞ্জ প্রতিনিধি
সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে বিশ^ কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। “এখই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ^ কুষ্ঠ দিবস পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি সিভিল সার্জন কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. রামপদ রায় বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় জেলা সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে লেপ্রা বাংলাদেশের সহযোগিতায় জেলার কুষ্ঠ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রেখেছে। গত জানুয়ারী থেকে ডিসেম্বর ২০২২ এই ১২ মাসে জেলার মোট কুষ্ঠ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ৯ জন। এই ৯ জন রোগী শনাক্ত করার জন্য ৭৩০ জন সন্দেহভাজন রোগীকে পরীক্ষা করা হয়েছে। কুষ্ঠ আক্রান্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ দেয়া হয়। প্রয়োজন অনুযায়ী ৬ থেকে ১২ মাস রোগীকে ঔষধ সেবন করানো হয়। সর্বস্তরের মানুষকে সচেতন করার জন্য লেপ্রা বাংলাদেশ সিভিল সার্জন এর মাধ্যমে লিফলেট, পোস্টারিং, মাইকিং, স্বাস্থ্য শিক্ষাসহ কুষ্ঠ বিষয়ক সমাজের বিভিন্ন স্তরের জনগণকে প্রশিক্ষণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তফা মইন উদ্দিন, মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজুল ইসলাম, লেপ্রা বাংলাদেশ প্রকল্প ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার মো. হাসান আল মামুন প্রমুখ।