পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদেশি জাতের সবজি চাষে লাভবান হচ্ছে কৃষকেরা। এ জেলায় শীতের আগমন ঘটে দেশের অন্য অঞ্চলের চেয়ে সবার আগে। আর শীতের বিদায় ঘটে সবার পরে। শীতপ্রবণ এলাকা হওয়ার কারণে এ উপজেলায় শীতকালীন শাক-সবজি চাষ হয়ে থাকে প্রচুর। দীর্ঘস্থায়ী শীতের কারণে বিদেশী জাতের সবজি চাষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তেঁতুলিয়াসহ বিভিন্ন এলাকায় চাষ করা হচ্ছে বিদেশী জাতের সবজি। সবজির আবাদও হয়েছে বেশ ভাল। আর এই সব সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানী হচ্ছে ঢাকার নামি-দামী রেস্টুরেন্টসহ দেশের বিভিন্ন স্থানে। ফলে কৃষকরা হচ্ছেন আর্থিকভাবে লাভবান।
এ উপজেলায় সবজি চাষের সুযোগ অন্য যেকোন অঞ্চলের চেয়ে বেশি। পরিবর্তিত ও উন্নত কৃষি ব্যবস্থায় বিদেশী জাতের সবজি চাষ করে অনেক কৃষক হয়ে উঠেছেন আর্থিকভাবে স্বচ্ছল। বিদেশী জাতের সবজি চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন এখানকার কৃষকেরা। বিদেশী সবজি চাষ করে উৎপাদিত সবজি সরবরাহ করা হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন নামী-দামী রেস্টুরেন্টে। এখানকার মাটি বেলে-দোআঁশ এবং আবহাওয়া বিদেশী সবজি চাষের উপযোগী হওয়ায় খুব কম সময়ে তরতাজা সবজি উৎপাদন করা যায়। কৃষকরা যাতে কম খরচে অল্প সময়ে বিদেশী জাতের সবজি চাষ করে লাভবান হতে পারেন এ জন্য কৃষিবিভাগ প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
দর্জিপাড়া গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, আমার নিজস্ব তেমন কোন জমি নেই, অন্যের জমি বর্গা নিয়ে বিদেশী সব্জি চাষ করি। গত কয়েক বছর যাবৎ এভাবে বিদেশি সবজি চাষ বেশ স্বাবলম্বী হয়েছি। আমার সবজি চাষ দেখে এলাকায় আরো অনেকেই বিদেশি সবজি করেছে। সমস্ত খরচ বাদ দিয়ে মোটামুটি ভালই লাভ হয়।
চাষী আলমগীর হোসেন জানান, আমি এবছর প্রথম এই বিদেশি সবজি চাষ করেছি। আমার জমি বর্গা নিয়ে অন্যরা সবজি চাষ করে আসছিল। তারাই এবার আমাকে এসব সবজি চাষে উদ্বুদ্ধ করেছে। তাদের পরার্মশেই আমি সবজি চাষ করেছি। ফলন বেশ ভালই হয়েছে। আশা করি লাভবান হবো।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বিদেশী সবজি চাষ কৃষকদের মধ্যে এনে দিয়েছে নতুন উদ্দীপনা। কৃষি প্রযুক্তির উন্নয়ন ও আধুনিকায়ন রকমারী কৃষি পণ্য আবাদে কৃষকদের করেছে উৎসাহী। বাণিজ্যিক ভিত্তিতে তেঁতুলিয়ায় বিদেশী সবজি উৎপাদন কৃষি ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা। কৃষকদের উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হলে বাড়বে এর আবাদ ফলে লাভবান হবেন কৃষক।