বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর চৌমুহনী বাজারের সাধারণ ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভূয়া ট্রেড লাইসেন্স, ভুল ভোটার তালিকা, জোরপূর্বক আজীবন সদস্য রশিদ গ্রহণসহ নানা অনিয়মের বিরুদ্ধে আদালতে নিষেধাজ্ঞায় সমিতির নির্বাচন স্থগিত করেছে আদালত। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে নির্বাচন।
বৃহত্তর নোয়াখালীর বাণিজ্যকেন্দ্র চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নির্বাচন চলতি জানুয়ারী মাসের ৭ তারিখ শনিবার হওয়ার কথা ছিল। এ নির্বাচনে সভাপতি ৩ জনসহ ৬৭ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছিল। বিগত নির্বাচনের মত সভাপতি পদে হুমায়ুন কবির লাভলী ব্রিক ম্যানুফ্যাকচারিং এন্ড কোং নাম দিয়ে ট্রেড লাইসেন্স উপস্থাপন করে। কিন্তু চৌমুহনী পৌরসভা মেয়র ও লাইসেন্স পরিদর্শক চৌঃ পৌঃ/২২/৭৫৭১নং স্মারকে ২৪ ডিসেম্বর তারিখে হুমায়ুন কবির এর উক্ত নামে কোন ট্রেড লাইসেন্স নেই বলে চিঠি প্রদান করে। এ অনিয়মসহ নানা রকম প্রতারণার বিরুদ্ধে জসিম উদ্দিনসহ আরো ২ ব্যক্তি জজ আদালত ও শ্রম আদালতে পৃথক পৃথক মামলা করে। সেই মতে বিজ্ঞ আদালতদ্বয় প্রথমে জবাব পরে চট্টগ্রাম শ্রম আদালত থেকে গত ৬ জানুয়ারী ২০২৩ইং তারিখে নির্বাচন স্থগিতাদেশ দেন। যা আগামী ১৫ ফেব্রুয়ারী ঐ আদালত শুনানীর জন্য দিন ধার্য করেন। এরই মধ্যে চৌমুহনীতে কয়েক কোটি পোস্টার ছাপিয়ে প্রতিদ্বন্দ্বিরা জোরেশোরে প্রচারণা করে আসছিল।
কয়েকজন ব্যবসায়ী বলেন, চৌমুহনী ব্যবসায়ী সমিতিতে কিছু কুচক্রীমহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য কমপক্ষে ভূয়া ট্রেড লাইসেন্সে ১ হাজার ভোটার করেছে। গত নির্বাচনে তারা তথ্য গোপন করে নির্বাচিত হয়ে নানাভাবে সুবিধা আদায় করেছে এবারও একইভাবে সে পথে চলছে।
এদিকে গতকাল বুধবার সকাল ১১টায় চৌমুহনী করিমপুর বৃহত্তর বাস-মিনি বাস মালিক সমিতির অফিসে এক সাংবাদিক সম্মেলনে সভাপতি প্রার্থী আজিজুল বাসার স্বপন অভিযোগ করেন, হুমায়ুন কবির চৌমুহনীতে কোন ট্রেড লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ী নন। তার মায়ের নামে তাহেরা মেডিকেল আছে। কিন্তু তিনি বিগত নির্বাচনের মত নির্বাচন কমিশনারের সহযোগিতায় এবারও তথ্য গোপন করে নির্বাচনে জয়ী হতে চেয়েছিল। জসিম উদ্দিনসহ আরো একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালী ও চট্টগ্রামে পৃথকভাবে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত নির্বাচনে স্থগিতাদেশ দেন। Í কুচক্রীমহল মামলাকারীদের বিরুদ্ধে কথা না বলে নানাভাবে স্বার্থ হাসিলের লক্ষ্যে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। অথচ নির্বাচন স্থগিত হওয়ায় অন্যদের মত তারও নানা রকম ক্ষতি হয়েছে। আগামীতে আদালতের নির্দেশে যেভাবে রায় আসবে সেভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।