নিজস্ব প্রতিবেদক
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত রেললাইনের কাজ বন্ধ রাখা হয়েছে কাজের সুবিধার জন্য। এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয়টি সেটি হচ্ছে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত অংশটি। এখানে কাজে যে অগ্রগতি সেখানে আমরা আশা করছি যে, আগামী জুনে আমরা ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল চলাচল শুরু করতে পারবো। এইলক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।
গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জের সমষপুর মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরো বলেন, সামনে একটি নির্বাচন আছে, নির্বাচনী বছরে প্রকল্পের ৩ ভাগের কাজের অগ্রগতির বিষয়ে টাইমলাইন ঠিক করেছিলাম। ভাঙা পর্যন্ত রেললাইন ছিলো, তার সাথে কানেক্ট করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী করতে পারবো। এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। ভাঙা থেকে মাওয়া পর্যন্ত কাজ ৬৯ শতাংশ শেষ হয়েছে। আর ভাঙা থেকে যশোর পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। আর এই অংশটিতে (ঢাকা থেকে মাওয়া) ৬৯ ভাগ পর্যন্ত কাজ শেষ হয়েছে।
মন্ত্রী আরো বলেন, কাজ দিনরাত চলমান আছে। যেহেতু এখন কাজের মৌসুম, যেটুকু ধরে আসছি অগ্রগতি সন্তোষজনক। এসময়ে রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সেনাবাহিনী ও প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।