সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজি বাজারে শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় কমেছে অধিকাংশ সবজির দাম। তবে কিছুটা বেড়েছে ফুলকপি ও বাঁধাকপির দাম। সবজির দাম কমায় বেচাকেনাও বেশ ভালো বলছেন ব্যবসায়ীরা। তবে উৎপাদন খরচ উঠছে না বলে দাবি কৃষকদের। প্রতিদিন কাক ডাকা ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার ভিড়ে সরগরম হয়ে ওঠে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজি বাজার। বিভিন্ন উপজেলা থেকে পাইকাররা এ বাজারে সবজি কিনতে আসেন। বাজারে শিম, মূলা, গাজর, টমেটোসহ সব ধরনের সবজির দাম ক্রেতাদের নাগালে থাকলেও কিছুটা বেড়েছে ফুলকপি ও বাঁধাকপির দাম। তবে সবজির দাম কমায় উৎপাদন খরচ তোলা নিয়ে চিন্তিত প্রান্তিক কৃষকরা। ফুলকপি ১৮-২০ টাকা, বাঁধাকপি ১২-১৫ টাকা, শিম ১০ থেকে ১৫ টাকা, টমেটো ২০ টাকা ৩০ টাকা, গাজর ২০ থেকে ২৫ টাকা, মূলা ৪ থেকে ৫ টাকা, আলু ১৮ থেকে ৩০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৫০ টাকা, শসা ২৫ টাকা, বেগুন ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, পাইকারি এ সবজি বাজারে প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বেচাকেনা চলে। আর প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার বেচাবিক্রি হয়।