হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. কামরুজ্জামানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার কলেজের শিক্ষক মিলনায়তনে ব্যবসায় শিক্ষা বিভাগের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। প্রিয় সহকর্মীর বিদায় অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দিতে গিয়ে সকলে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় সাবেক সহকর্মীদর কান্নায় বিদায়ী স্যারকেও হাউমাউ করে কাঁদতে দেখা গেছে। অধ্যক্ষ মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. ফরিদ খান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভীয় প্রধান মো. রেজাউল করিম ও একই বিভাগের প্রভাষক মহসিন মিয়া, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌস মিয়া, প্রাণি বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ফকির মো. ছাদেক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খায়রুল হাসান ও একই বিভাগের প্রভাষক হুমায়ুন কবির, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মো. ইকবাল হোসেন, ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান রুবেল রানা প্রমুখ। প্রিয় স্যারের বিদায় সংবর্ধনা শুনেই কলেজে উপস্থিত হন স্যারের সাবেক অনেক শিক্ষার্থী।
এর মধ্যে স্যারের সাবেক শিক্ষার্থী মুজিবুর রহমান, রুবেল রানা, আলমগীর সরকারসহ অন্যরা বলেন, স্যার কোনোদিন ক্লাস কামাই দেননাই। তিনি একনিষ্ঠতার সাথে আমাদেরকে পাঠদান করেছেন। স্যার শুধু ক্লাসে না, নিজের বাসায় ডেকে নিয়েও আমাদেরকে শিক্ষা বিষয়ক বিভিন্ন পরামর্শ দেয়াসহ সব সময় খোঁজখবর রেখেছেন।
বিদায়ী শিক্ষক তার প্রিয় শিক্ষার্থীদের নিকট তার শারীরিক সুস্থতার জন্য দোয়া চান। তিনি বলেন, আমি শিক্ষার্থীদেরকে সবসময় নিজের সন্তানের মতই দেখেছি। তিনি তাদেরকে ন্যায় নিষ্ঠার সাথে থাকার আহ্বান করেন।
হিসাব বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক স্যারের সহকর্মী রুমমেট মো. রেজাউল করিম বলেন, ৩২ বছর স্যারের সাথে একসাথে চাকুরি করেছি, একই রুমে থেকেছি, কোনোদিন আমার সাথে কোনো বিষয় নিয়ে স্যারের মনোমালিন্য হওয়া তো দূরের কথা কোনো কটু কথাও বলেননি। এখন স্যার না থাকায় আজ থেকে আমাকে রুমে একা থাকতে হবে। এই বলে তিনি হাউমাউ করে কেঁদে দেন।
স্যারের ছাত্র ও সহকর্মী ইংরেজি বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবির বলেন, অত্র কলেজে যোগদানের পর থেকে স্যার সবসময় আমাদেরকে আপন করে রেখেছেন। কিভাবে কাজ করলে রেজাল্ট ভাল হবে, স্যার সেভাবে কাজ করার জন্য আমাদেরকে সঠিক নির্দেশনা দিয়েছেন।
বিদায়ী স্যার মো. কামরুজ্জামান বলেন, ৩২ বছর ছয় মাসের মতো এ কলেজে শিক্ষকতা করেছি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো এ কলেজে অতিবাহিত করেছি। এসময়ে আমি সবসময় কলেজ নিয়ে ভেবেছি। কিভাবে শিক্ষার্থীদের পড়াশোনা ভাল হবে, কলেজের উন্নতি হবে, কলেজের সুনাম অর্জন হবে। আমি এখন কলেজে না থাকলেও সবসময় কলেজের মঙ্গল চাইবো। আর কলেজের স্বার্থে কর্তৃপক্ষ যদি আমার কাছে কোনো সুপরামর্শ বা সাহায্য সহযোগিতা চায় আমি সহযোগিতা করবো।
অধ্যাপক কামরুজ্জামান উপজেলার আছাদপুর ইউনিয়নের তেভাগিয়া কলাগাাছিয়া গ্রামের বাসিন্দা। তিনি জাতীয়করণ কলেজের আত্মীয়করণ বিধিমালা অনুযায়ী সরকারি সকল সুবিধা ভোগ করবেন।
অধ্যক্ষ মো.কামাল হোসেন বলেন, কামরুজ্জামান স্যার ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি সবসময় কলেজের মঙ্গল কামানা করেছেন। আমি বিদায় বেলায় স্যারের সার্বিক মঙ্গল কামনা করছি এবং আমি কলেজের অভিভাবক হিসেবে সবার পক্ষ থেকে স্যারের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর তার চাকুরির মেয়াদ ৬০ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন। সরকারি নিয়ম অনুযায়ী ৫৯ বছরে পিআরএল এ থাকার কথা থাকলেও আত্মীয়করণ দেরী হওয়ায় তাকে ৬০ বছর পূর্ণ করেই অবসরে যেতে হয়েছে। তিনি ১ জুলাই ১৯৯০ সালে অত্র কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান হন। তিনি চাকুরী জীবনে কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষকও নির্বাচিত হয়েছিলেন। এছাড়া একই বছর মার্চ মাসে অত্র কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শেখ হাবিবুর রহমান ও আগস্ট মাসে ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. আবুল হাশেম অবসরে যান।