শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে লক্ষাধিক টাকার সরকারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গত কয়েকদিন ধরে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব শ্রীধরপুর এলাকার গ্রামীণ রাস্তার সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠে ঐ এলাকার হোসেন দেওয়ানের ছেলে নিজাম দেওয়ানের বিরুদ্ধে।
গত সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীধরপুর মোড় শ্রীধরপুর গ্রামের আড়িয়াল বিলগামী ইটের রাস্তার পাশে থাকা ছোট-বড় ২৩টি রেন্ড্রি গাছ কর্তন করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দেড় থেকে দুই লক্ষ টাকা।
গাছ কাটা শ্রমিক আজগর ও মনির জানান, এই ২৩টি গাছ ঐ এলাকার নিজাম দেওয়ান ১ লক্ষ ৮ হাজার টাকা মূল্যে শিবরামপুর এলাকার বাসু দেবের কাছে বিক্রি করেছে। আমরা বাসু দেবের শ্রমিক হিসেবে এসব গাছ কাটছি। গাছের গোড়ায় গর্ত করে গাছগুলো কর্তনের ফলে কোটি টাকার সরকারি গ্রামীণ রাস্তা ভেঙ্গে ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে গাছ ক্রয়কারী বাসু দেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন করে গাছের ব্যবসা শুরু করেছি। গাছ কাটতে অনুমতি নিতে হয় আমার জানা নেই। আমি ২৩টি গাছ নিজামের কাছ থেকে ১ লক্ষ ৮ হাজার টাকা মূল্যে কিনেছি।
সরকারি গাছ বিক্রি করার অনুমতি আছে কিনা বিক্রয়কারী নিজাম দেওয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, গাছ কাটতে অনুমতি লাগে এটা আমার জানা নেই। চেয়ারম্যান সাহেবরা রাস্তা মেপে রাস্তায় গাছ পড়ায় আমাকে গাছ কেটে নিয়ে যেতে বলেছে। তাই আমি আমার গাছগুলো বিক্রি করে দিয়েছি।
গাছ কাটতে অনুমতি দিয়েছেন কি না এ ব্যাপারে বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান হাজী ফারুক হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বড় বড় রাস্তার গাছ কেটে নিয়ে যায় তখন আপনারা আসেন না, এখন আসছেন। আমি নিজামের গাছ নিজামকে রাস্তা থেকে কেটে নিয়ে যেতে বলেছি। আপনারা এটা ছেড়ে দেন।
উপজেলা বন কর্মকর্তা সেলিম হোসেন খান বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।