টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের বৃদ্ধ আব্দুল কাদের (৬০) এর বাড়িতে অসময়ে আমের মুকুল বের হয়ে এলাকায় আলোড়ন ঘটিয়েছে। নিজেদের প্রয়োজনে বাড়ির পাশেই কয়েকটি দেশীয় জাতের আমের চারা লাগিয়েছেন প্রায় ১১ বছর আগে। গত পাঁচ বছর ধরে প্রতি বছর রসালো সুমিষ্ট আম পেয়ে আসছেন সেই গাছগুলো থেকে। হঠাৎ করেই চলতি হলুদ ফুলের মৌসুমে মৌমাছিরা তার একটি আম গাছে গুনগুন করছে। মৌমাছির গুঞ্জন জানান দিচ্ছে, তার আম গাছে অসময়ে মুকুল আসতে শুরু করেছে।
সরেজমিনে জানা যায়, শখের আমচাষী উপজেলার মাইলজানি গ্রামের ধর্মান্তরিত (আ. কাদের) প্রফুল্ল চক্রবর্তীর সন্তান। তিনি সনাতন ধর্মের অনুসারীর সন্তান হলেও মুসলমান হয়ে সংসার পেতেছেন মুসলিম নারীকে বিবাহ করে। আড়াই যুগ পার করেছেন সহধর্মিণীর সাথে। মেয়েও বিয়ে দিয়েছেন। বয়সের ভারেও চেষ্টা করেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার। এবছর তার স্ত্রী মারা যাওয়ায় তিনি মানসিক এবং শারীরিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন।
আব্দুল কাদের খান জানান, আমার বাড়িতে কয়েকটি দেশি জাতের আমের চারা রয়েছে। ওই গাছটিই বেশি বড় হয়েছে। গাছের বয়স ১১ বছরের মত হবে। প্রতিবছর আমের মৌসুমে আগাম মুকুল আসে ওই গাছটিতে। গাছটি বারোমাসি আমের গাছ নয় তবুও হঠাৎ করে এবারই প্রথম অসময়ে আমের মুকুলে ছেয়ে গেছে শাখা-প্রশাখা। তীব্র শীতে আমের মুকুল কেমন থাকবে বা হবে আল্লাহই ভাল জানেন। সবশেষে আল্লাহ ভরসা বলে তিনি বিদায় নেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস জানান, আবহাওয়ার পরিবর্তনে আগাম জাত ও খাদ্য উৎপাদন বিশেষ করে সি.এন রেশিও মেইনটেইন হলে আগাম আম গাছে মুকুল আসতে পারে। তবে তীব্র শীত ও কুয়াশার কারণে মুকুল ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি আরও জানান, ওই মুকুল ফোটার আগেই ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং গাছের গোড়ায় পানি দিতে হবে। আগাম ফলনে কৃষক লাভবান হবেন।