লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন আতঙ্কে দিন কাটছে এখানকার মানুষের। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে নদীরক্ষা বাঁধের কাজ চলমান রয়েছে।
গত সোমবার ও গতকাল মঙ্গলবার দুপুরে লৌহজং-তেউটিয়া নওপাড়া, গাঁওদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড, ২নং ওয়ার্ড শ্বমুরবাড়ী, বেজগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাঘের বাড়ী, ২নং ওয়ার্ডের মৃধা বাড়ী এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন জিও ব্যাগ নদীর পাড়ে দৃশ্যমান।
নওপাড়া স্থানীয় হোসেন মোল্লা ও মিঠু মোল্লা জানান, তাদের কয়েক’শ বছরের ভিটেমাটি ভেঙে যাওয়ায় বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়ে গেছে। মাঝে মাঝে নদীর পাড়ে এসে বসে থাকেন। আর নিজের হারিয়ে যাওয়া ভিটেমাটির কথা ভাবেন।
স্থানীয় ফরিদ মাঝি বলেন, তিন দশক ধরে দেখছি, প্রতিবছর গ্রামের পর গ্রাম পদ্মায় বিলীন হয়ে যাচ্ছে।
গৃহবধূ ফাতেমা বেগম জানান, ১৭ বছর আগে বিয়ে হয়েছে। তখন আশপাশে নদী দেখিনি। এখন নদীর প্রতিটি ঢেউ কানে বাজে। ঘরবাড়ি ভাঙনের ভয়ে রাতে ঘুমাতে পারি না। মনে হয়, এই বুঝি পদ্মায় গিলে খাবে ঘরবাড়ি। আমরা দ্রুত এ ভাঙনের স্থায়ী সমাধান চাই।
গাঁওদিয়ার মো. মোহন মৃধা ও বিল্লাল হোসেন বলেন, নদীতে এখন পানি নাই। তবে আমাদের মনে আতঙ্ক, যদি নদী ভাঙন শুরু হয় শেষ সম্বলটুকু হারাবো।
ভিটেমাটি ভাঙনের মুখে থাকা সিংহেরহাটি গ্রামের স্থানীয় দানেশ মোল্লা জানান, আমি সাধ্যমতো নদী ভাঙন রক্ষার চেষ্টা করেছি। এছাড়া তিনি আরও জানান, বসতভিটা রক্ষা করতে মানুষের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছেন তিনি। সে টাকায় বাঁশ, বালু, বস্তা কিনেছেন। এখন বালুর বস্তা ফেলে ভাঙন আটকানোর চেষ্টা করছেন।
একই এলাকার মোস্তফা কামাল বলেন, একসময় নদী আমাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ছিল। পদ্মার ক্রমাগত ভাঙনে একেবারে ঘরের সামনে এসে নদী ঠেকেছে। তিনি আক্ষেপ করে বলেন, আশায় ছিলাম আমাদের এখানে স্থায়ী বাঁধ হলে ভাঙন বন্ধ হবে। শুনেছি আমাদের গ্রামের দু’পাশে বাঁধের কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ মে লৌহজং উপজেলার হাড়িদিয়ায় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।
এ বিষয়ে গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, বেজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইকবাল, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মোল্লা, কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিদ্যুৎ আলম মোড়ল বলেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি সর্বদা আমাদের লৌহজংবাসীর পাশে আছে। নদীরক্ষা বাঁধ হয়ে গেলে এ এলাকার মানুষের সকল আতঙ্ক কেটে যাবে। এছাড়া যেসকল নদী ভাঙন এলাকায় বর্ষার মৌসুমে ভাঙন সৃষ্টি হয়েছে আমাদের এমপি তা তুলে ধরেছেন। সাথে সাথে মন্ত্রী মূল কাজের আওতায় আনার জন্য প্রকৌশলীকে নির্দেশ দেন।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ডক্টর আব্দুল আউয়াল বলেন, ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীকে বিষয়টি অবগত করা হয়েছে। এখন পানি শুকিয়ে গেছে। আতঙ্কের কোন কারণ নেই। এছাড়া লৌহজং-টঙ্গীবাড়ি উপজেলায় ৪৪৬ কোটি টাকার স্থানীয় বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। এ প্রকল্পে লৌহজং উপজেলার ৫টি ইউনিয়নের ৭টি গ্রাম ও টঙ্গীবাড়ী উপজেলার ৩টি ইউনিয়নের ৪টি গ্রামের ৯ হাজার ১০০ মিটার নদী তীরবর্তী এলাকায় বাঁধের কাজ হবে। সেখানে প্রথমে জিও ব্যাগ ফেলে ফাউন্ডেশন করা হচ্ছে। তারপর পাথর (ব্লক) ফেলে বাঁধ দেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শঙ্কর চক্রবর্তী দৈনিক প্রথম সূর্যোদয়কে জানান, লৌহজং উপজেলার খড়িয়া থেকে টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় পর্যন্ত পদ্মার বামতীর ৯ দশমিক ১০ কিলোমিটার এলাকায় ৪৪৬ কোটি টাকার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। খড়িয়া থেকে দিঘীরপাড় পর্যন্ত এলাকার দূরত্ব ১৩ কিলোমিটার দীর্ঘ হলেও শুধু ভাঙন প্রবণ ৯ দশমিক ১০ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হবে। এছাড়া আরো কিছু এলাকা যোগ হবে নির্দেশ পেয়েছি।
স্থায়ী বাঁধের বিষয়ে তিনি বলেন, কনকসার ইউনিয়নের সিংহেরহাটি ও বড় নওপাড়া গ্রাম দুটি ভাঙনপ্রবণ হিসেবে চিহ্নিত হওয়ায় বাঁধ নির্মাণের আওতায় আনা হয়েছে। ভাঙন এলাকায় অস্থায়ী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হয়েছে।