পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
শীত বাড়ার সাথে সাথেই নওগাঁর পত্নীতলায় সীমান্ত ঘেঁষা উপজেলার মানুষের চাহিদা বেড়েছে গরম বস্ত্রের। শীত নিবারণের জন্য লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিটি তুলার দোকানের সামনে তাদের ব্যস্ততা চোখে পড়ার মতো। বাজারে দেশি-বিদেশী কম্বলের ক্রয়মূল্য নিম্নবিত্তের ক্রয়-ক্ষমতার বাইরে। তাই তাদের ভরসা তুলা অথবা ঝুট কাপড় দিয়ে তৈরি করে নেওয়া লেপ-তোষক। তুলার দোকানে তুলা কিংবা ঝুট কাপড় কিনে লেপ তৈরি করতে দিচ্ছেন তারা। উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেশি হওয়ায় মানুষ লেপ তৈরি করতে বাধ্য হন। তাই কারিগররা এই ঋতুতে দম ফেলার ফুসরত পান না। স্থানীয় ভাষায় লেপ-তোষক তৈরির কারিগরদেরকে ধনুকর বলা হয়।
উপজেলার প্রবীণ ধনুকর বরকত আলী (৬৫) জানান, ‘তুলা ও কাপড় কিনে দেন ক্রেতারা। আমরা শুধুমাত্র মজুরি নেই। প্রতিটি লেপ-তোষক তৈরিতে ৩০০-৩৫০ টাকা মজুুরি নেই। একজন কারিগর দিনে ৪/৫টি লেপ-তোষক তৈরি করতে পারেন।’
লেপ তৈরি করতে আসা উপজেলার আকবরপুর ইউনিয়নের মশরইল গ্রামের আব্দুল মান্নান (৬০) বলেন, ‘গত কয়েক বছরের তুলনায় এ বছর লেপ তৈরির খরচ অনেক বেড়েছে। আগে যে লেপ তৈরি করতে ৬০০-৮০০ টাকা খরচ হতো, এখন বেড়ে তা হয়েছে এক হাজার থেকে ১৬শ টাকা পর্যন্ত।’
বেডিং স্টোরের মালিকরা জানায়, ‘শীত মৌসুমে তিন মাস যে হারে লেপ-তোষক তৈরির কাজ পান, বছরের বাকী সময় এই কাজ থাকে না। তখন তারা অন্য পেশায় নিয়োজিত হন। তবে, গত এক সপ্তাহে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় লেপ-তোষক তৈরির উপকরণের মালামালের চাহিদা বেড়ে গেছে।’ উপজেলার বিভিন্ন কাপড়ের দোকানের সামনে লেপ-তোষক তৈরির কারিগরদের সাথে কথা বলে জানা যায়, ‘কাজ করার জন্য তাদের বিভিন্ন বাজারে নির্দিষ্ট কোন জায়গা নেই। এজন্য সাময়িকভাবে খোলা জায়গা, পথের ধারে কিংবা ছাদের উপর কাজ করতে হয়। সকল ধনুকরের জন্য নির্দিষ্ট একটা জায়গা থাকলে ভালো হয়।’
নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এ. জেড মিজান বলেন, ‘বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি।’