কয়রা (খুলনা) প্রতিনিধি
লায়ন্স জেলা ৩১৫-এ-১ এর উদ্যোগে উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা সদর, উত্তর বেদকাশি ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ৪শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার চাল, ডাল, লবনসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে অনেক খুশি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এর আগে গত বৃহস্পতিবার বেলা ১১টায় দক্ষিন বেদকাশি ইউনিয়নের ছোট আংটিহারা স্বাধীন সমাজকল্যাণ যুব সংঘের কার্যালয়ে ১শত ৫০ পরিবারের মাঝে এসকল ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্সের এলসিআইএফ জেলা কো-অর্ডিনেটর লায়ন্স কায়কোবাদ। এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ ছালাম খান, লায়ন্স মাহফুজুল হক, লায়ন্স নুর মোহাম্মাদ হাওলাদার, লায়ন্স দিলারা নাসরীন, লায়ন্স জাবির সিরাজী, লায়ন্স মোঃ বিল্লাল হোসেন, বন কর্মকর্তা আব্দুল্লাহ বাহারাম, স্বাধীন সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আবু সাইদ, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান, সাংবাদিক ফরহাদ হোসেন প্রমুখ।