মদন (নেত্রকোনা) প্রতিনিধি
“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মদন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ৬ দিনব্যাপী (১৭-২২ ডিসেম্বর) পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কনফারেন্স রুমে এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল হক ভূঁঞা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রফিকুল ইসলাম ভূঞা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শান্তনু সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা নির্বাচন অফিসার হামিদ ইকবাল, মদন উপজেলা সহকারি পরিবার কল্যাণ কর্মকর্তা শেফালী আক্তার প্রমুখ।
সেবা ও প্রচার সপ্তাহের কার্যক্রমের মধ্যে রয়েছে পারিবারিক পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরি প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবাসমূহ।