শ্রীনগর (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা বটতলা থেকে দক্ষিণ পাইকসা মাদ্রাসা পর্যন্ত প্রায় দেড় কিঃ মিঃ ইট সলিংয়ের যাতায়াতের সড়কটি সংস্কারের অভাবে বেহাল দশা হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন অংশের ইট উঠে ও দেবে গিয়ে বড় বড় অসংখ্য গর্ত আর খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল, যাতায়াতসহ চলাচলের অযোগ্য হয়ে আছে। স্কুল, মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীসহ পথচারী ও গাড়িচালকদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ে দূর্ঘটনার শিকার হতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ পাইকসা বটতলা থেকে দক্ষিণ গ্রামের স্থানীয় ইউপি সদস্য সোহেল মেম্বারের বসতবাড়ির পশ্চিম পাশ দিয়ে প্রাইমারী স্কুল হয়ে দক্ষিণ পাইকসা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত দেড় কিঃ মিঃ ইট সলিংয়ের রাস্তা। রাস্তাটি গত ৫ বছর পূর্বে ইট সলিং করা হলেও সংস্কারের অভাবে বর্তমানে রাস্তার মাঝে মাঝে সলিং করা ইট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় স্কুল, মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি এই রাস্তা দিয়ে কোন অটোরিক্সা, ভ্যান, মোটরসাইকেল যাতায়াতসহ পায়ে হেঁটে চলাচল দুস্কর হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা মোঃ টিটু হোসেন জানান, রাস্তাটির বেহাল অবস্থার কারণে আমাদের সন্তানরা স্কুল, মাদ্রাসায় যেতে পারে না। সন্তানাদি নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল খুবই কষ্টকর।
দক্ষিণ পাইকসা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোঃ রাসমিক (১৩) জানায়, রাস্তার ইট উঠে যাওয়ায় আমরা এই রাস্তা দিয়ে মাদ্রাসায় যেতে পারিনা। রাস্তায় চলাচলে আমাদের খুব কষ্ট হয়।
কোলাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল শেখ জানান, আমি আগেরবার মেম্বার নির্বাচিত হওয়ার পর রাস্তার ইট সলিং করেছিলাম। এখন পুনরায় রাস্তাটি সংস্কারের জন্য বরাদ্দ দিয়েছি।
এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম বলেন, রাস্তাটির খোঁজ নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।