ক্রীড়া ডেস্ক
ক্রিকেটের একদিনের সংস্করণে ঘরের মাঠে এক ম্যাচ হাতে রেখে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। দলীয় সাফল্যের পাশাপাশি দুর্দান্ত পারফর্ম করে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন তিন টাইগার বোলার। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে পাঁচ উইকেট শিকার করে এক লাফে সাত ধাপ এগিয়ে ৬৪৭ রেটিং নিয়ে সেরা দশে ঢুকেছেন সাকিব আল হাসান। র্যাংকিংয়ে তার অবস্থান ৯ নম্বরে। এছাড়া প্রথম ম্যাচে উইকেট না পেলেও ২ দশমিক ৭ ইকোনমি রেটে দুর্দান্ত বোলিং করে ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৬৪৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছেন মিরাজ।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ২ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, তিনে মিচেল স্টার্ক, চারে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ছয়ে আফগানিস্তানের রশিদ খান ও সাতে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।