নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে দুই দিনব্যাপী অনুষ্ঠিত জেলা সাহিত্যমেলা শেষ হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত বাংলা একাডেমির সমন্বয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী জেলা সাহিত্যমেলার সমাপনী ঘোষণা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে জেলা সাহিত্যমেলায় জেলার কবি সাহিত্যিকদের উপস্থিতি ছিলো আনন্দমুখর। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি এবং মুন্সীগঞ্জ জেলার প্রাচীন ও বর্তমান সাহিত্যচর্চা নিয়ে আলোচনা ও প্রবন্ধ পাঠ করেন কবি যাকির সাইদ, কবি সুমন ইসলাম, কবি গোলাম আশরাফ খান উজ্জ্বল, শহীদ-ই-হাসান তুহীন, কবি অনু ইসলাম, কবি রোকসানা মহুয়া, কবি আহমেদ শিপলু, কবি কাজী মহম্মদ আশরাফ, মুন্সী সিরাজুল হক, কবি আরিফ হোসেন, কবি মেহেদী হাসান শাহাবাৎ, কবি এমদাদুল হক পলাশ, কবি তমাল ঘোষাল, কবি জগবন্ধু হালদার, কবি মিলনময় দাস, কবি কানন ইয়াসিন, কবি অরণ্য মনির, কবি শাহনাজ সিরাজী, কবি উজ্জ্বল দত্ত, কবি সালাউদ্দিন সালমান, কবি আবু তাহের, কবি আবু বক্কর সিদ্দিক, সামসুল হুদা হিটু, রানী খান প্রমুখ।
এদিকে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শিলু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত সহকারী কমিশনার (সদর ভূমি) হাসিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আঁখিনূর জাহান নীলা, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী খায়রুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত কবি সাহিত্যিকদের সম্মাননাস্বরূপ প্রত্যেককে বাংলা একাডেমির ক্রেস্ট প্রদান করা হয়।