পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের এক পাখি শিকারীকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মাঠ থেকে পাখি শিকারী একই এলাকার মোঃ কুদ্দুস মোড়লের পুত্র মোঃ হাসিব রহমান (৩২) কে আটক করে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন এবং ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন। এসময় হাসিবের নিকট থেকে একটি এয়ারগান, ১০০ রাউন্ড সীসার গুলি ও বিভিন্ন প্রজাতির ৯টি শিকারকৃত পাখি জব্দ করে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগম সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিকারী মোঃ হাসিব রহমানকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ৩৮ ধারা মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।