কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে বিজয়ের দ্বারপ্রান্তে ৫ ডিসেম্বর কমলগঞ্জ উপজেলায় পাকিস্তানি হানাদার বাহিনী সম্মুখ যুদ্ধে পরাজিত হলে কমলগঞ্জ মুক্ত দিবস ঘোষণা করা হয়। স্বাধীনতার ৫০ বছর পূর্তির আনন্দমুখর পরিবেশে গত ৫ ডিসেম্বর সোমবার কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে কমলগঞ্জ মুক্ত দিবস পালন করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিফাত উদ্দিন এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহ্বায়ক মোঃ আজিজুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীসহ কমলগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ ও সর্বস্তরের লোকজন।