পূর্বধলা প্রতিনিধি
মেয়াদোত্তীর্ণ পণ্য, খাদ্যে কাপড়ের রং ব্যবহার, বিএসটিআই এর অনুমোদন না থাকা, শিশুখাদ্যে রং মেশানো, ওজনে কম দেওয়ার অপরাধসহ বিভিন্ন অপরাধে শ্যামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৭ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেন। গত সোমবার বিকালে গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের সহকারি পরিচালক নিশাদ মেহের। এসময় ভোক্তা অধিকারের বিভিন্ন ধারায় আব্দুর রহিম মিষ্টান্ন ভান্ডার এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, আমির স্টোরকে ২ হাজার টাকা, জীবন স্টোরকে ৩ হাজার টাকা, ফাহাদ স্টোরকে ৩ হাজার টাকা, সুনীল স্টোরকে ২ হাজার টাকা, সঞ্জয় স্টোরকে ৫ হাজার টাকা ও আব্দুল্লাহ বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। যা নগদে পরিশাধ করা হয়।