নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৮২ জন প্রার্থীর মধ্যে গত শনিবার দিনভর যাচাই বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে একজন সাধারণ সদস্য ব্যাতীত অপর ৪৮১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাচাই বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া সাধারণ সদস্য পদের প্রার্থী হলেন জোড্ডা পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাহাব উদ্দিন। নির্বাচনে রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, বটতলী, দৌলখাঁড়, জোড্ডা পূর্ব, জোড্ডা পশ্চিম, আদ্র উত্তর ও আদ্রা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৩৪৭ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পায়। নির্বাচনে রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ ও বটতলী ইউনিয়নের রিটার্নিং অফিসার হলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন। আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ ও দৌলখাঁড় ইউনিয়নের রিটার্নিং অফিসার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন। এছাড়া, জোড্ডা পূর্ব ও জোড্ডা পশ্চিম ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বৈধ প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে। এসময়ে যারা প্রত্যাহার করবেন তারা ব্যাতীত অন্যরা আগামী ২৯ ডিসেম্বরের ভোট যুদ্ধে অংশগ্রহণ করবেন।