শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া গাছিবাড়ি প্রায় ১৫ ফিটের খালটি দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে। বাঘড়া বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে খালটি বাঘড়া স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ ও পূর্ব পাশ দিয়ে শ্রীনগর-দোহার সড়কের তালুকদারবাড়ী মোড় দিয়ে বৈচারপাড় গ্রাম বয়ে কাঁঠালবাড়ী কবরস্থানের পাশ দিয়ে আড়িয়াল বিলে মিশছে। গাছিবাড়ি মোড় থেকে এই খালের প্রায় ১৫ ফিটের একটি শাখা খাল পূর্বপাশে পান্না ফকির বাড়ী মোড় হয়ে মধ্য বাঘড়া সৈয়দ আলী মসজিদের সামনে গিয়ে পুনরায় গাছিবাড়ি মূল খালে মিশে আড়িয়াল বিলে পতিত হয়।
অতীতে খালটি দিয়ে লোকজন গয়না, ঘাসি, ও ট্রলারসহ বিভিন্ন নৌকা দিয়ে পানিপথে ঢাকায় যাতায়াত করতো এবং ব্যবসায়ীরা পণ্যবাহী নৌকাযোগে ঢাকা থেকে বাঘড়া বাজারে বিভিন্ন মালামাল আনা নেয়া করত। স্থানীয় কৃষকেরা আড়িয়াল বিল থেকে ইরি ধানসহ বিভিন্ন ফসল নৌকা দিয়ে বাড়িতে তুলতেন। বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত এ খালে। কালের বিবর্তনে পুরো ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালটি এখন অবৈধ দখল-দূষণে প্রায় অস্তিত্ব বিলীন হয়ে পড়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পদ্মা নদী থেকে আসা বাঘড়া বাজার দক্ষিণ পাশ বেপারী বাড়ী পর্যন্ত বয়ে আসা খালের প্রায় সব অংশে বিভিন্ন লোকজন তাদের বাড়ির দুইপাশের অংশ ভরাট করেছে। বাঘড়া হাই স্কুলের দক্ষিণ-পূর্ব পাশ ভরাট করে কয়েকজন নিজস্ব স্থাপনা নির্মাণ করেছেন। এরপর থেকে মূল খাল ও শাখা খালে দুইপাশের লোকজন খালটি দখল করে বসতবিল্ডিংসহ বাথরুম ট্যাংক এবং যাতায়াতের জন্য মাটি ফেলে ভরাট করে দখল করে নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার আফসার উদ্দিন জানান, একসময় আমরা এই খাল দিয়ে নৌকা ও ট্রলারযোগে ঢাকায় যাতায়াত করতাম। ঐসময় খালে প্রচুর মাছ পাওয়া যেতো। জেলেরা এই খালে এসে মাছ শিকার করত। এখন এই খালটির প্রায় অংশ দখল হয়ে যাচ্ছে।
বাঘড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরুজ্জামান মাদবর বলেন, এই খালটি আমাদের এলাকার সবচেয়ে বড় খাল। খালের দুইপাশের বাসিন্দারা খাল দখল করে অনেকেই বসতবিল্ডিং, বাথরুম ট্যাংক নির্মাণ করেছেন। বাধা দিলেও মানেননি। ফলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মশার উপদ্রব বেড়ে গিয়েছে। খালটি সংস্কারের জন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। এ ব্যাপারে সরেজমিনে গিয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।